বালিয়াদীঘি জলাশয়টি চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হতে প্রায় ৪২ কিমি দূরে সোনামসজিদ মহাসড়কের পাশে অবস্থিত। ধারণা করা হয় রাজা বল্লাল সেন (রাজত্বকাল ১১৫৮-১১৭৯ খ্রিঃ) দীঘিটি খনন করেন। ‘বল্লাল দীঘি’কালক্রমে ‘‘বালিয়াদীঘি’’ নামে পরিচিত হয়েছে। এছাড়া অনেকে মনে করেন বালুকাময় জলাশয় বলে এর নাম বালুয়াদীঘি। কোতোয়ালী গেট হতে দক্ষিণে এই প্রাচীন দীঘিটি অবস্থিত। খাস খতিয়ান ভুক্ত এ দীঘির আয়তন ৩৯.৪৮ একর। এক কালে রাজবাড়ী এবং দূর্গে এ দীঘি হতে পানি সরবরাহ করা হতো। দীঘির তলদেশ বালুকাময় থাকায় পানি অত্যন্ত স্বচ্ছ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS